ভাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়াড়ী জাল জব্দ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গুমুরিয়া বিল হতে অভিযান চালিয়ে ৫০ টিরও অধিক চায়না দুয়ারি জাল ( ৪০০০ ফিট প্রায় ১৫০০ মিটার ) যার আনুমানিক বাজার মূল্য ১.৫ লক্ষ টাকা এবং পৃথকভাবে ঘারুয়া ও চানপট্টি বিল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করা হয় ।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্তী এবং উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন। এ সময় তাদের সহযোগীতা করেন বাংলাদেশ পুলিশ, মৎস্য অফিসের স্টাফবৃন্দ এবং স্হানীয় সুধী । জব্দকৃত জাল পরে বিনষ্ট করা হয় । দেশের স্বার্থে , জনগনের স্বার্থে দেশীয় প্রজাতির মাছ রক্ষায়এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ।
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ০৫.০৯.২৩