Breaking News

ভাঙ্গায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত  ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ভাঙ্গায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকাদান (এমডিভি) কার্যক্রমের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপেক্স সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্রী তরুন কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান। অবহিতকরণ সভায় জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ৫ দিন ব্যাপী উপজেলার সকল ইউনিয়নে এর কার্যক্রম চলবে। এতে প্রতি ইউনিয়নে ৫ জন করে ১১ টি ইউনিয়নে ৩২ টি টিমে মোট ৬৪ জন দক্ষ কর্মী প্রতিটি এলাকা ঘরে কুকুর ধরে জলাতঙ্কের টিকা প্রয়োগ করে গায়ে রং মাখিয়ে ছেড়ে দেবেন।এতে কুকুরের কামড়ে এলাকাবাসী কম ক্ষতিগ্রস্ত হবে বলে জানানো হয়। এর আগে (২০১৯ ইং) সালে প্রথমবারের মত কার্যক্রম চালু হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এস. এম ফিরোজ রশিদ,ডাঃ গোপাল দেব,অফিসার ইনচার ইনচার্জ ( তদন্ত) প্রদ্যুৎ কুমার,কর্মসূচির ফিল্ড সুপারভাইজার মোঃ ইমতিয়াজ উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার মোঃ রাজিন সালেহ, মোঃ হাসান তাসাউফ, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিগণ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভাঙ্গা, ফরিদপুর।

তাং ১২.০৯.২৩

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ। মোঃ মামুন মুন্সী (বাত্রাসম্পাদক) ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি তাং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *