ভাঙ্গায় বিনামূল্যে চক্ষু রোগীদের অপারেশন ও লেন্স সংযোজন
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের আয়োজনে সম্পুর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন ও ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজন করা হয়েছে। বুধবার দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রায় শতাধিক চক্ষু রোগীদের চোখে যাবতীয় চিকিৎসা সেবা সহ ছানি পড়া রোগীদের লেন্স সংযোজন করা হয়।
এ উপলক্ষে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালটির সেবা সহ যাবতীয় কর্মকাণ্ড তুলে ধরেন হাসপাতালটির পরিচালক মোঃ শহিদুল ইসলাম। মোঃ জাকারিয়া হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন,বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম, কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা মো শাহ আলম। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন বলেন,আধুনিক চিকিৎসার মাধ্যমে মানবতার সেবায় হাসপাতালটি এগিয়ে যাচ্ছে। চোখের আলো যার নাই,সেই বুঝে কত কষ্ট।আশা করি,হাসপাতালটি চিকিৎসা সেবার মাধ্যমে এগিয়ে যাবে। মানবতার হাত বাড়িয়ে দেবে এমনটাই প্রত্যাশা। হাসপাতালটির পরিচালক মোঃ শহিদুল ইসলাম বলেন, অনেক মানুষেরই অঢেল টাকা আছে। কিন্তু মানব সেবায় কম মানুষই এগিয়ে আসে। বহু হতদরিদ্র অসহায় মানুষ চক্ষু চিকিৎসার অভাবে অন্ধ হয়ে যাচ্ছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারে। কিছুটা মানুষের পাশে থেকে সেবা করতে পারি এ উদ্দেশ্য নিয়েই এগিয়ে যাচ্ছি।
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ২০.০৯.২৩