Breaking News

মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ভাঙ্গা কে এম কলেজের মাঠে হাজারো বাংলাদেশ পুলিশ সদস্যের আগমন 👮‍♂️

মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে ভাঙ্গা কে এম কলেজের মাঠে হাজারো বাংলাদেশ পুলিশ সদস্যের আগমন 👮‍♂️

 

আবদুল আলমামুন (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)

ভাঙ্গায় আসবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই ১ ম মাননীয় প্রধাননমন্ত্রী ভাংগায় জনসভা করছেন। এর পূর্বে ২০১৪/২০১৮ সালে নির্বাচনি পথসভা করেছিলেন এবার দেখার পালা আমাদের ফরিদপুরের জন্য কি কি চেয়ে রাখতে পারেন ফরিদপুরের কেন্দ্রীয় নেতারা এটাই কিছু চাওয়ার সঠিক সময় ও সুযোগ। আমাদের দাবি১/ ভাংগা- ঢাকা নিয়মিত সাটল ট্রেন যাতে অফিসগামী যাত্রী নিয়মিত অফিস করতে পারে। ২/ ফরিদপুর বিভাগ৩/ পাবলিক বিশ্ববিদ্যালয়৪/ ইপিজেড৫/ভারতিয় ভিসা সেন্টার৬/ভাংগা হাসপাতাল ২৫০ শয্যায়উন্নীতকরন৭/রেলের দক্ষিনের সদর দপ্তর৮/ভাংগা পৌরসভার রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।( যেহেতু ভাংগা দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার ভাংগা শহরের উন্নয়নের জন্য ভাংগা উন্নয়ন কতৃপক্ষ করে সেখানে একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া যেতে পারে)৮/ ভাংগা রেল শ্টেশনে যাতায়াতের জন্য রাস্তা। প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম। 💐

 

আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে আমরা ভাঙ্গাবাসী খুব ভালো কিছুই পাবো! ( ধন্যবাদ)

 

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *