ভাঙ্গায় ৩৫ বছর এক যুবক কুমার নদী পানিতে পড়ে একজনে মৃত্যুঃ
মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামের মাতুব্বর বাড়ির মজিবর মাতুব্বার জামাই শ্বশুরবাড়ি বেড়াতে এসে দুপুরে বাড়ির পাশে কুমার নদীতে গোসল করতে এলে স্বপন হাওলাদার ও (মনির) ( ৩৫) নামের এক যুবক কে মৃত্যঃ ঘটনায় ঘটে।
নিহত হলেন, ভাঙ্গা উপজেলা চান্দা ইউনিয়নের গ্রামের সানোয়ার হাওলাদার ছেলে স্বপন হাওলাদার ।
শ্বশুরবাড়ি ও এলাকার সূত্রে জানা যায়,,
১৩ অক্টোবর শুক্রবার দুপুর ১২টার দিকে
তিনি গোসল কথায় বলে কুমার নদীতে গোসল করতে আসে। তিনি নদীতে গোসল করতে গেলে কুমার নদী পানির নিচে তিনি তলিয়ে যায়।
পার্শ্ববর্তী ঐ এলাকার এর সঙ্গে ৭ বছর একটি বাচ্চা ও কুমার নদীতে গোসল করতে আসে। বাচ্চাটি স্বপন কে বাচাঁতে অনেক চেষ্টা করে।যখন বাঁচাতে না পারে তখন বাচ্চাটি চিৎকার দিলে আশপাশের মানুষ চিৎকার শুনে অন্য বাড়ি লোকজন ছুটে এসে অনেক খুজারখুজি করে কুমার নদী পানি নিচে এক পর্যায়ে অনেক তালাশ করে তাকে মৃত্যুঃঅবস্থায় তাঁকে খুজের পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা যায়, স্বপন হাওলাদারে আগে থেকে রয়েছে (মিরকি ব্যারাম মাঝে মাঝে হয়। হয়তো মনিরে পানিতে গোসল করতে গেলে মিরকি ব্যারাম হওয়া কারনে পানির নিচের সে তলিয়ে যায়।পানির নিচে থেকে আর উঠতে পারিনি।