ভাঙ্গায় পাকা রাস্তা অংশ ভেঙে যাওয়া কয়েকশত যানবহন গ্রামের মধ্যে দিয়ে চলাচল বন্ধ।
মোঃ রিপন শেখ ফরিদপুর ভাংগা প্রতিনিধি
ফরিদপুরের ভাংগা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী ১ নং ওয়ার্ডে গ্রামের মধ্যে দিয়ে যে ভাংগা উপজেলা শহরে যাতায়াত করা পাকা রাস্তাটি বেশ কিছু দিন যাবত পূর্ব সদরদী রব বেপারী বাড়ির সামনের পুকুরের পাশে বেশ কিছু অংশ ভেঙে নিচের পড়ে গেলে। রাস্তা দিয়ে কোন ছোট বড় কোন যানবাহন চলাচল করতে পাচ্ছে না।
এ রাস্তা দিয়ে গ্রামের মধ্যে দিয়ে প্রতি দিন কয়শত অটোভ্যান ঝুকি মুক্ত অবস্থায় ভাংগা উপজেলা শহরে যাতাযাত করে। কিন্তুু পথে মধ্যে পূর্ব সদরদী গ্রামের রব বেপারীর বাড়ির পাশে পুকুর পাড়ের অংশের মাটির ভেঙে যাওয়া রাস্তাটি অচল অবস্থা প্রায়৷এই রাস্তা দিয়ে বড় ধরনের কোন জানবাহন ও অটো ভ্যান গাড়িসহ সকল প্রকার জানবাহন চলা বন্ধ রয়েছে। এলাকা বাসীর দাবী অতিদ্রুত রাস্তাটি ভেঙে যাওয়া অংশ সংস্কার করে সব ধরনের যানবহন চলাচল করার উপযোগী করে তুলা হোন।
অটোভ্যান এক চালক বলেন, পূর্ব সদরদী গ্রামের রাস্তা অংশ ভেঙে পড়ার অটোভ্যান নিয়ে রাস্তা দিয়ে ভাংগা যেতে পাচ্ছি না। মহাসড়ক দিয়ে ভাংগা গেলে তাও পুলিশের আটক করে।ও মহাসড়কে অটোভ্যান গাড়ির নিয়ে চলাচল করলে ঘটতে পারে বড় ধরনের সড়ক দুঘটনা। আমাদের দাবি রব বেপারী বাড়ি সামনে ভেঙে যাওয়া রাস্তায় অংশ অতিদ্রুত ঠিক করে দিলে আমরা গ্রামের মধ্যে দিয়ে অটোভ্যান নিয়ে প্রতি দিন এ রাস্তা দিয়ে ভাংগা যাতায়াত করতে পারবো এবং সড়ক দুঘটনা থেকে আমরা সকলেই রক্ষা পাবো।