ভাঙ্গার ভূমি অফিসের কর্মকর্তা দ্বারা একটি অবৈধ্য ড্রেজার মেশিন জব্দ পাইপ ধংস।
নিজস্ব প্রতিনিধি
ভাঙ্গা ফরিদপুর।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভার পাশে তুজার পুর ইউনিয়নের তুজারপুর বিল হতে অবৈধ্য ড্রেজার দিয়ে দির্ঘদিন যাবত বালু উত্তলন করে আসছে একটি প্রভাবশালী চক্র।
পরে বুধবার গোপন সংবাদের ভিতিত্তে তুজারপুর বিল থেকে একটি ড্রজের মেসিন ও কিছু পাইপ ধংস করে আর কিছু পাইপ জব্দ করেছিল ভাঙ্গা ভুমি অফিসের উপ নির্বাহী কর্মকর্তা খায়রুজ্জামান খলিল।
পরে জব্দ করা পাইপগুলো ভ্যান সহ চুরি হয়ে যায় ।
এ ব্যাপারে তিনি ৭১ সংবাদের প্রতিনিধিকে জানান ,আমি ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন স্যার এর ও এসিল্যান্ড ম্যাডাম এর নির্দেশে অবৈধ্য ড্রেজার মেসিন জব্দ করতে যাই এবং মেসিনটি আংসিক জব্দ করে ,কিছু পাইপ নষ্ট করে বাকি পাইপ একটি ভ্যান বোঝাই করে বাকি পাইট এর জন্য অন্য একটি গাড়ির খোজে যাই, কিন্ত এসে দেখি ভ্যান পাইপ চুরি হয়ে গেছে কে বা কারা নিয়েছে আমি জানি না। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খায়রুজ্জান খলিল বলেন এ ব্যাপারে আমি এসিল্যান্ড ম্যাডামের কাছে লিখিত দিয়েছি মামলা হবে কিন্ত তিনিই জানেন।