Breaking News

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ পুলিশ সদস্যেরঃ আহত-৪

ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ পুলিশ সদস্যেরঃ আহত-৪

ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের সিএনজি(থ্রী হুইলার) যোগে রাতে মাসকেট্রি অনুশীলন এর ফরিদপুর যাবার পথে সিএনজি(থ্রী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রান গেল ২ পুলিশ সদস্যে।এবং চালকসহ আরও ৩ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

এ ঘটনাটি ঘটে শুক্রবার ভোর রাতে সাড়ে ৫টায় দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে সামনে মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন এ দুর্ঘটনা ঘটে। এবিষয় ভাংগা থানার পুলিশ খবর পেয়ে অতিদ্রুত ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ,ও ফায়ার সার্ভিসের টিম সহ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।ভাংগা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক তাদের চিকিৎসা দেওয়া হয়।পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন,নায়েক ৮২/ মোহাম্মদ নাজমুল খান,বিপি৯৫১৫১৮৩৫১৫, রাজবাড়ী,জেলা পাংশা থানা গ্রাম -নটা – কসবা ফজাইল,,

ও কং/২২১ নাসির উদ্দিন হাওলাদার বিপি-৯১১০১২৫৯৪১.গ্রাম- টাউন বহালগাছিয়া, জেলা পটুয়াখালী,নিহত পুলিশ সদস্যদ্বয়ের মৃতদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহতরা হলেন,,৩.কং/ ইব্রাহিম সরদার
বিপি ৬৭৮৬০৬৩২৯৮
গ্রাম+ পোঃ-খাসিয়াল, থানা- নড়াগাতি,জেলা- নড়াইল,,

২ কং/১১৯ মোঃ জাকির হোসেন,বিপি৭৫৯৫০৯২৮৪৯
গ্রাম-শাখারিয়া, পোস্ট – চাখার, থানা-বানরীপাড়া, জেলা- বরিশাল।

৩ কং/ ৫৩৪ মিথোয়াচিং মারমা, বিপি-৮১০২০৬৩৫২১.
গ্রাম- খাগড়াছড়ি পাড়া, পোস্ট – রাজস্থলী,
থানা- রাজস্থলী, জেলা- রাঙ্গামাটি

দুর্ঘটনা কবলিত সিএনজির ড্রাইভার আহত হলেন, ফরিদপুরে জেলা নগরকান্দা উপজেলা শংকরপাশা গ্রামের মোঃ মনি শিকদার ছেলে রিয়াজুল (২৬)

চালকসহ তিন জন পুলিশ সদস্য। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, ঘটনাস্থলেই দুইজন পৃুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরতর। ঘটনাস্থলে উদ্ধারকার্য চলছে, এ বিষয়ে পরবির্ততে বিস্তারিত জানাবেন তিনি।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *