ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে উই প্রকল্পের কমিউনিটি ষ্টোর সদাই-পাতির উদ্বোধন
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় নারীর অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের ক্ষমতায়ন বিষয়ক”উই”প্রকল্পের আওতায় নারীদের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি” এর শুভ উদ্বোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী গ্রামের বাজার সংলগ্ন এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হয়ে উঠবে।নারীর ক্ষমতায়ন(উই) প্রকল্পের নিজস্ব মালিকানাধীন উইমেন কমিনিটি ষ্টোর “সদাই পাতি” মহিলাদের ভাগ্যের উন্নয়নে সহায়তা করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।উই প্রকল্পের উপজেলা সমন্নয়কারী মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের জেলা সমম্বয়কারী আজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ইউপি সদস্য জহির খালাসী সহ স্হানীয় গন্যমান্য সহ উই প্রকল্পের সদস্য বৃন্দ প্রমুখ।৷ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নারী এসোসিয়েশনের সুমী খাতুন কনা।আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে” সদাই পাতি” ষ্টোর এর শুভ উদ্বোধন ঘোষণা করেন ।