Breaking News

ফরিদপুরে “এসপি কাপ,” ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিতঃ বিজয়ী ভাঙ্গা থানা পুলিশ দল

ফরিদপুরে “এসপি কাপ,” ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিতঃ বিজয়ী ভাঙ্গা থানা পুলিশ দল

 

ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি ঃ” মাদককে না বলুন,মাদকমুক্ত সুস্থ-সবল জীবন গড়ুন” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার পুলিশ সুপারের আয়োজনে এসপি কাপ ” ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, পিপিএম-সেবা এর পক্ষ থেকে আয়োজিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের শিক্ষাবান্ধব জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এসপি কাপ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্টে”র তুমুল প্রতিযোগিতাপূর্ণ খেলাটি উপভোগ্য হয়ে উঠে ।পুলিশ লাইন্স বনাম ভাংগা থানার মধ্যে জমকালো উদ্বোধনী খেলায় ২-১ সেটে ভাঙ্গা থানা পুলিশ দল বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়।ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন

ভাংগা থানার পক্ষে এ খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে এজন্য কলাকুশলী সহ সমর্থক এবং আয়োজক কমিটির সদস্যদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসছে ০২/১২/২০২৩ খ্রিঃ, শনিবার বেলা ১৫:০০ ঘটিকায় ভাংগা থানা বনাম আলফাডাঙ্গা থানার মধ্যে অনুষ্ঠিতব্য খেলাটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হবে বলে আশা করছি।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *