Breaking News

ভাঙ্গা প্রেসক্লাব নির্ধারিত (প্রস্তাবিত) স্থান শুভ উদ্বোধন

ভাঙ্গায় প্রেসক্লাব নির্ধারিত প্রস্তাবিত স্থান শুভ উদ্বোধন

মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় নব নির্বাচিত প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলার সকল সাংবাদিক একত্রিত হয়ে মিষ্টি মূখর ও আনন্দ পরিবেশে-ভাঙ্গা প্রেসক্লাব নির্ধারিত (প্রস্তাবিত) স্থান শুভ উদ্বোধন করেন।শুক্রবার ১ ডিসেম্বর সকাল ১১ টার দিকে ভাঙ্গা-গোডাউন সংলগ্ন মহাসড়ক পাশে ভাঙ্গা প্রেসক্লাব শুভ উদ্বোধন করা পর দেশের মানুষের জন্য দোয়া ও মাহফিল  শেষে আনন্দ পরিবেশে মিষ্টি মূখর করেন ভাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকরা।

 

এই সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গা সাংবাদিক ভাঙ্গা-প্রেসক্লাবের-সভাপতি-মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস, মোঃ মজিবর রহমান মুন্সী-সাধারণ সম্পাদক (ভাঙ্গা-প্রেসক্লাব),হাজী আঃ মান্নান-চ্যানেল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকা ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, মোঃ রমজান শিকদার-সহ-সভাপতি-ভাঙ্গা প্রেসক্লাব, দৈনিক ইত্তেফাক পত্রিকা-ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ মাসরুল ইসলাম-সহ-সভাপতি-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ জাকির হোসেন মুন্সী-সহ-সাধারণ সম্পাদক-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ দিদার মিয়া অজায় চন্দ্র দাস-কার্যকরী-সদস্য ভাঙ্গা প্রেসক্লাব-বাংলাদেশ প্রতিদিন পত্রিকা-ভাঙ্গা-উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম-প্রচার-সম্পাদক-ভাঙ্গা প্রেসক্লাব-দৈনিক দেশ পত্রিকা-ভাঙ্গা-থানা-প্রতিনিধি- ,মোঃ রিপন শেখ-সহ-সাংগঠনিক সম্পাদক-ভাঙ্গা-প্রেসক্লাব- দৈনিক দেশসেবা পএিকা,ভাঙ্গা থানা প্রতিনিধি,ও মিয়ান মোঃ আলমগীর হোসেন-কার্যকরী-সদস্য-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ ফারুক মাতুব্বর মোঃ জাফর খাঁন-সদস্য-ভাঙ্গা-প্রেসক্লাব-মোঃ নবাব জাদা- মোঃ সোহাগ মিয়া মোঃ ছানোয়ার হোসেন- মোঃ ওবায়দুল মিয়া-চ্যানেল এস টিভি মোঃ সোহেল বারী মোঃ সরোয়ার হোসেন মোঃ আল-আমীন মিয়া সুবোধ চন্দ্র মালো-প্রমূখ।

Check Also

ভাঙ্গায়  এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই

ভাঙ্গায়  এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই     ফরিদপুরেের ভাঙ্গা  উপজেলা আলগী ইউনিয়নের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *