ভাঙ্গায় প্রেসক্লাব নির্ধারিত প্রস্তাবিত স্থান শুভ উদ্বোধন
মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গায় নব নির্বাচিত প্রেসক্লাব এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলার সকল সাংবাদিক একত্রিত হয়ে মিষ্টি মূখর ও আনন্দ পরিবেশে-ভাঙ্গা প্রেসক্লাব নির্ধারিত (প্রস্তাবিত) স্থান শুভ উদ্বোধন করেন।শুক্রবার ১ ডিসেম্বর সকাল ১১ টার দিকে ভাঙ্গা-গোডাউন সংলগ্ন মহাসড়ক পাশে ভাঙ্গা প্রেসক্লাব শুভ উদ্বোধন করা পর দেশের মানুষের জন্য দোয়া ও মাহফিল শেষে আনন্দ পরিবেশে মিষ্টি মূখর করেন ভাঙ্গা প্রেসক্লাব সাংবাদিকরা।
এই সময় উপস্থিত ছিলেন,ভাঙ্গা সাংবাদিক ভাঙ্গা-প্রেসক্লাবের-সভাপতি-মোঃ গোলাম কিবরিয়া বিশ্বাস, মোঃ মজিবর রহমান মুন্সী-সাধারণ সম্পাদক (ভাঙ্গা-প্রেসক্লাব),হাজী আঃ মান্নান-চ্যানেল যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকা ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, মোঃ রমজান শিকদার-সহ-সভাপতি-ভাঙ্গা প্রেসক্লাব, দৈনিক ইত্তেফাক পত্রিকা-ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ মাসরুল ইসলাম-সহ-সভাপতি-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ জাকির হোসেন মুন্সী-সহ-সাধারণ সম্পাদক-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ দিদার মিয়া অজায় চন্দ্র দাস-কার্যকরী-সদস্য ভাঙ্গা প্রেসক্লাব-বাংলাদেশ প্রতিদিন পত্রিকা-ভাঙ্গা-উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম-প্রচার-সম্পাদক-ভাঙ্গা প্রেসক্লাব-দৈনিক দেশ পত্রিকা-ভাঙ্গা-থানা-প্রতিনিধি- ,মোঃ রিপন শেখ-সহ-সাংগঠনিক সম্পাদক-ভাঙ্গা-প্রেসক্লাব- দৈনিক দেশসেবা পএিকা,ভাঙ্গা থানা প্রতিনিধি,ও মিয়ান মোঃ আলমগীর হোসেন-কার্যকরী-সদস্য-ভাঙ্গা-প্রেসক্লাব মোঃ ফারুক মাতুব্বর মোঃ জাফর খাঁন-সদস্য-ভাঙ্গা-প্রেসক্লাব-মোঃ নবাব জাদা- মোঃ সোহাগ মিয়া মোঃ ছানোয়ার হোসেন- মোঃ ওবায়দুল মিয়া-চ্যানেল এস টিভি মোঃ সোহেল বারী মোঃ সরোয়ার হোসেন মোঃ আল-আমীন মিয়া সুবোধ চন্দ্র মালো-প্রমূখ।