মাবিয়া সভাপতি -খালেদা বেগম সাধারণ সম্পাদক
ভাঙ্গায় উই প্রকল্পের আওতায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ সম্পন্ন
ফরিদপুরের ভাঙ্গায় উৎসব মুখর পরিবেশে নারীর ক্ষমতায়ন বিষয়ক (উই) প্রকল্পের আওতায় নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলে।১৭ টি কেন্দ্রে ১ হাজার ৪,শ ৪০ জন নারী ভোটার উপস্থিতি থেকে তাদের ভোট প্রদান করেন।উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস,যুব উন্নয়ন কর্মকর্তা মো: সেলিম মিয়াও সমবায় কর্মকর্তা ইশতিয়াক আহমেদ । উই প্রকল্পের উপজেলা সমম্বয়কারী মোঃ মোকলেসুর রহমানের সার্বিক তত্তাবধানে এতে নির্বাচন পর্যবেক্ষণ করেন প্রকল্পের জেলা সমম্বয়কারী মোঃ আজিম উদ্দিন। নির্বাচনে সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে ভোট প্রদানের জন্য কেন্দ্র গুলোতে ভোটাররা উপস্থিত হন।এতে সভাপতি পদে ১ হাজার ২,শ ৭৪ ভোট পেয়ে মাবিয়া বেগম ও সাধারণ সম্পাদক পদে ১ হাজার ২,শ ৬৬ ভোট পেয়ে খালেদা বেগম নির্বাচিত হন। এছাড়া রহিমা খানম ১ হাজার ২,শ ৭৪ ভোট, ঝর্ণা বেগম ৭,শ ৭৪ ভোট পেয়ে সহ- সভাপতি, কাকলী বেগম ১ হাজার ৪৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, ফাহিমা বেগম ৯, শ ৪২ ভোট পেয়ে দপ্তর,আলেয়া বেগম ৭,শ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক, জোবায়দা কোষাধ্যক্ষ, পারুল আক্তার, আদরী এবং তানিয়া সদস্য নির্বাচিত হন।
তাং ২.১২.২৩