ফরিদপুরের ভাঙ্গায় এক যুবকের লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
মোঃ রিপন শেখ
(ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায় থেকে ভাঙ্গা বড় ব্রিজের নিচ থেকে এক যুবককে লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।
৮ডিসেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে ভাঙ্গা বড় ব্রিজের নিচ থেকে সৌরভ (২০) নামের যুবককে লাশ উদ্ধার করা হয়।তিনি সরকারি নগরকান্দা মহাবিদ্যলেয়র ছাত্র বলে সুএে জানা যায়।
নিহত হলেন,,নগরকান্দা উপজেলার কাইচাল ইউনিয়নের মাঝিকান্দা গ্ৰামের স্বপন বিশ্বাসের ছেলে।
পরিবার ও পুলিশ সুএে জানা যায়, সৌরভ বিশ্বাস ঢাকা থেকে বাড়ি ফেরা পথে মালিগ্রাম আসলে তার মা সঙ্গে একবার ফোনে শেষ কথা হয়।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৮টার দিকের ভাঙ্গা বড় ব্রিজের নিচ থেকে সৌরভ (২০) নামের এর যুবককে লাশ উদ্ধার করি। এর পরে লাশের সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।