Breaking News

মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক।

মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবক আটক।

 

আরিফুর রহমান,মাদারীপুর:

মাদারীপুরের ডাসারে ২০০গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যার আগে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের চৌমাথায় মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন উজ্জল কর্মকার ওপরে নিলয়(২৫)।পিতাঃরাধেশ্যাম কর্মকার গ্রামঃমেধাকুল,উপজেলা গৌরনদী,জেলা বরিশাল,অপরজন হলেন,জিব দাশ, পিতাঃবিশ্বজিৎ দাশ,গ্রামঃশ্রীরাম কাঠি উপজেলাঃনাজিরপুর জেলাঃ পিরোজপুর।

 

বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার এসআই শাহাবুদ্দিন বলেন,অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শশিকরের চৌমাথায় আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি।

 

এ সময় মোটরসাইকেল যোগে দুই যুবক আসতেছিলো তাদের মোটরসাইকেলের কাগজপত্র চেক করার সময় ওই দুই যুবকের কাছে ২০০গ্রাম গাঁজা পাওয়া যায়,পরে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 

তিনি আরো বলেন,আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃকামাল হোসেন বলেন,গাঁজাসহ দুজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরিফুর রহমান মাদারীপুর :

১২-১২_২৩

Check Also

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক।

ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করলেন  ফরিদপুরের জেলা প্রশাসক ।     ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *