ভাঙ্গায় অজ্ঞাত গাড়ি ধাক্কায় মালবাহী ট্রাক ব্রিজ উপর থেকে উল্টে গেলে চালক সহ আহত ২
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর- ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদ সামনে শনিবার ১৮ মে ভোর রাতে একটি অজ্ঞাত বাসের ধাক্কায় একটি মালবাহী ট্রাক রাস্তার মহাসড়কের ব্রিজ উপর থেকে উল্টে খাদের মধ্যে পড়ে যায়।
এতে ট্রাকের চালক মোঃ সাজু (২৪)বাবুল হোসেন( ৩৫) নামক গুরুতর আহত হয়।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও এসে আহত চালককে সহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইজনেই বাড়ি বরগুন উপজেলা চর কমলি গ্রামের বাসিন্দা।
তিনি বরগুন থেকে ট্রাকটি তালহাস ও ডাব বোঝাই করে ঢাকা উদ্দেশ্যে যাচ্ছিল।
আহত চালক সাজু বলেন, বরগুন থেকে তালহাস ও ডাব নিয়ে ঢাকা উদ্দেশ্য রওনা হয়েছি।পূর্ব সদরদী ব্রিজ নামক স্থানে আসলে আমার গাড়ি ব্রিজ উপর উঠলে অপরদিকে থেকে অজ্ঞাত আরেকটি গাড়ি ব্রিজ উপর হঠাৎ আসলে ট্রাকের সামনে সোজা ধাক্কা দেয়। ট্রাকটি মালামাল নিয়ে ব্রিজ অ্যাঙ্গেল ভেঙে ব্রিজ উপর থেকে উল্টে খাদের মধ্যে পড়ে যায়।
হাইওয়ে থানা এসআই( নিঃ)বাকি মিয়া জানায়, পূর্ব সদরদী মহাসড়কে দুর্ঘটনার সংবাদ পেয়ে অতিদ্রুত ঘটনাস্থলে এসে ট্রাক চালক সহ কে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা জন্য ভর্তি করানো হয়।