Breaking News

ভাঙ্গায় প্রলোভন দেখিয়ে ৩ বছরের এক শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা

ভাঙ্গায় প্রলোভন দেখিয়ে ৩ বছরের এক শিশু বাচ্চাকে ধর্ষণের চেষ্টা।

 

 

মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩ বছরের এক শিশুকে বাচ্চাকে বাড়ির থেকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে এক যুবক রহিম শেখ(৩৫)।

 

এমন ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাড়রা গ্রামে।

 

 

ওই বখাটে যুবক ওই গ্রামের খবির শেখের ছেলে তিনি অটো ভ্যান চালক তার এক ছেলে দুই মেয়ে।

 

এ ঘটনায় সোমবার রাত দুইটার দিকে  শিশুর মা বাদী হয়ে ওই বখাটেকে আসামি  করে ভাংগা থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছেন।আসামি পলাতক রয়েছেন।

 

পুলিশও পরিবারের সূত্রে জানা যায়, বখাটে যুবক রহিম তার ছেলের সঙ্গে খেলাধুলা করতে যায় ওই শিশুটি। পরে বখাটে রহিম তার ছেলেকে মোবাইল হাতে দিয়ে অন্যত্র স্থানে  সরিয়ে দিয়ে শিশুটিকে প্রলোভন দেখিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ের গাছ বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুটিকে উলঙ্গ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে করলে পার্শ্ববর্তী এলাকার এক মহিলা রাবেয়া বেগম পুকুর পাড়ে কাপড় ধুতে আসলে বাচ্চা মেয়ে কান্না শব্দ পেলে এগিয়ে গিয়ে দেখতে পায় শিশুটিকে উলঙ্গ অবস্থায় বাচ্চার কে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকার মান্যগণ্য ব্যক্তিগণরা মীমাংসার জন্য  চেষ্টা চালায় অসাধু একটি চক্র। খবর পেয়ে ভাঙ্গা  থানা পুলিশ ঘটনার সত্যতা মিললে এর বিরুদ্ধে মামলা রুজু করেন।

 

 

এ ঘটনায় তদন্তকারী অফিসার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আব্দুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান,  শিশুটিকে  প্রলোভন দেখিয়ে পুকুরপাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে ওই বখাটে রহিম।  এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে রহিমের বিরুদ্ধে । আসামি গ্রেফতার করার চেষ্টা চলছে।

Check Also

শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা।

শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা। সাজ্জাদ হোসেন (মুন্না) ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি) ৩রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *