ভাঙ্গায় ১২০ বোতল ফেনসিডিল সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ
মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
পুলিশ সুপার ফরিদপুর প্রত্যক্ষ দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ,ও ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ, সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)গোলাম কিবরিয়া এর নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ নিয়ে একটি বিশেষ অভিযান রাতে পরিচালনা করে।
ফরিদপুরের ভাঙ্গা থেকে ১২০ পিস বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি ইজি বাইক সহ জব্দ করছে ভাংগা থানা পুলিশ।
ভাঙ্গা থানা এসআই( নিঃ) গোলাম কিবরিয়া জানান,সোমবাব (১৬ জুলাই) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
বরিশাল -ঢাকা ফরিদপুর ভাঙ্গা মহাসড়কে গোল চত্বর মদিনা এন্ড রেস্টুরেন্টের সংলগ্ন সামনে থেকে ইজিবাইকের করে গভী রাতে মাদক নিয়ে যাওয়া সময় গোপন সাংবাদিক ভিত্তিতে সাদার প্লাস্টিক দুই বস্তার ভেতরে রাখার ১২০ পিস ফেনসিডিল বোতল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
উক্ত অভিযানে আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকা, মূল্যমানের ১২০ বোতল ফেনসিডিলসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল ভাঙ্গা উপজেলা পৌর সদরের ভারইডাঙ্গা গ্রামের লুৎফর শিকদার ছেলে লিমন শিকদার (৩৩।,এ সময় তার নিকট হতে মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি ইজি বাইক উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকার হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে বরিশাল, মাদারী পুর ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
সূত্রে জানা গেছে, লিমন শিকদার বিরুদ্ধে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ভাংগা থানা মামলা নং ২২,ধারা ও ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪ (গ)/ রুজুপূর্বক মামলা রুজু করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, লিমন শিকদারের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।এবং ভাঙ্গা পৌর এলাকার ইউনিয়ন এ পর্যায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।