ভাঙ্গায় রাঁত দিনভর অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও হুমকির মুখে কৃষি জমি সহ দুই পাড়ঃ
মোঃ রিপন শেখ ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা আলগী ইউনিয়ন বড়দিয়া গ্রামের (তালু মাতুববরের) ফসলে কৃষি জমি নষ্ট করে অবৈধ্য ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ব্যাবসা করে আসছে।এতে কৃষি জমি গুলো হুমকির মুখে রয়েছে।এবং দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী চক্র।
এলাকাবাসী জানায়, ছাত্র আন্দোলন পর থেকেই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে গেলে সরকারি কর্মকর্তারা অফিস বন্ধ থাকা এই সুযোগে অপরাধীরা কাজে লাগিয়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বেশ কয়েক দিন ধরে রাতে আঁধারে ও দিনে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে কৃষি জমি থেকে যেভাবে বালু উত্তোলন করে আসছে এতে করে আমাদের কৃষি জমি ফসলে জমির ও পাশের যে রেল রাস্তার পাড় ও।দুইপাশ সহ পাড় যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
প্রতিনিয়ত যদি এভাবে ড্রেজার চলতে থাকে, তাহলে পার্শ্ববর্তী বসতবাড়ি ঘর ও জমি রাস্তা দুই পাড় সহ যেকোনো সময় হুমকির মুখে পর