Breaking News

ভাঙ্গায় চুরির একদিন পরে স্বর্নসহ চোর আটক 

ভাঙ্গায় চুরির একদিন পরে স্বর্নসহ চোর আটক

 

 

ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত এক চোর চুরি করার একদিন পর চোরাইকৃত স্বর্ন দোকানে বিক্রি করতে গেলে চোর সদস্য কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশ কাছে তুলে দিলেন জনতা। রবিবার ১৮ আগস্ট বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে।

 

ঘারুয়া ইউনিয়নের মৃত হাচেন শেখের ছেলে হায়দার শেখ (৪০) তিনি গত শনিবার (১৭ আগস্ট) রাতে চৌকিঘাটা গ্রামে রাতে এক দল চোর সদস্যরা বাড়ির ঘরের জানালার ভেঙে রাতে রুমে মধ্যে প্রবেশ করে।

 

ভুক্তিভোগীদের  রুমে মধ্যে জিম্মি করে গলায় চাক্কু ধরে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নেয়। চোর চক্রের এক সদস্যের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।

 

ভিডিওতে চোর বর্ণনা দেয়, আমি যে স্বর্ণালংকার বাড়িতে থেকে চুরির করিয়াছি সব বিক্রি করে খেয়ে ফেলেছি। আমার ৫ পাঁচ শতাংশ জমি আছে।আমি বাড়ির জমি টুকু বিক্রি টাকা পরিশোধ করে দিব।

 

অন্যদিকে ঘারুয়া ইউনিয়নের চৌকিখাটা গ্রামের শেখ আক্কাস এর ছেলে  রাসেল শেখের  বাড়িতে ১২ আগস্ট রাতে স্বর্ণ অলংকার নগদ অর্থ চুরি করে মালামাল নিয়ে যায়। ভুক্তভোগী জানেনা ও না বাড়িতে চুরির হয়েছে। চোর সদস্যের কথা শোনার পর  ঘরের ভিতরে গিয়ে দেখে  আলমারির মধ্যে স্বর্ণ নেই।এ বিষয় নিয়ে ভাংগা থানা লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

 

অপরদিকে পার্শ্ববর্তী চাঁনপট্টি গ্রামে ছরোয়ার খলিফার বাড়িতে ২ আগস্ট রাতে স্টিলের জানালা ভেঙে চোর সদস্য ঘরে ঢুকে স্বর্ণ অলংকার ও অর্থসহ লুটে নেয়।ভুক্তভোগীরা চুরির ঘটনায় ভাঙ্গা থানা লিখিত একটি অভিযোগ দায়ের করেন।

Check Also

শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা।

শারদীয় দুর্গা উৎসব ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা। সাজ্জাদ হোসেন (মুন্না) ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি) ৩রা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *