অজ্ঞাত গাড়ি ধাক্কায় এক অজ্ঞাত মহিলা মৃত্যু
মোঃ রিপন শেখ স্টাফ রিপোর্টার
ঢাকা- খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মাঝিগাতী নামকস্থানে ঢাকামুখী লেনের উপরে একটি অজ্ঞাতনামা ‘সানবাহনের অজ্ঞাতনামা গাড়ি চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ীটি চালিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাতনামা (মহিলা) (৬৫) কে ধাক্কা দিয়ে মহাসড়কের উপরে ফেলে গিয়ে চলে যায়।এতে অজ্ঞাত মহিলা মাথায় ও বুকে গুরুতর জখমপ্রাপ্ত হন। সড়ক দূর্ঘটনার ২৫ আগস্টে রবিবার আনুমানিক রাত ১ টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুল্লাহ হেল বাকি জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এই অজ্ঞাত মহিলা কে মৃত্যু ঘোষণা করেন।এরপর মৃতদেহের সুরতহাল জন্য প্রতিবেদন প্রস্তুত সহ অন্যান্য কার্যাবলী সম্পাদন করি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।