ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত
মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ঢাকা বরিশাল ফরিদপুরে ভাঙ্গায় মহাসড়কে হাইওয়ে এক্সপ্রেস মহাসড়কে এক অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি আনুমানিক (২০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৫) সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া বরিশাল কাউন্টার সামনে এক পথচারী হাইওয়ে এক্সপ্রেসের রাস্তায় পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির (পুরুষ) এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায় নি।
নিহত ব্যক্তির পড়নি রয়েছে লেবন কালার হাফ হাতা একটি গেঞ্জি,এবং কালো কালার প্যান্ট শার্ট সাথে রয়েছে।
স্থানীয়রা জানায়, এই অজ্ঞাত ব্যক্তি গোসল করে হাইওযে এক্সপ্রেসে রাস্তা পারাপার হওয়ার সময় আজ্ঞাত গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর সঙ্গে একটি গাড়ির চাবি পাওয়া গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি। লাশের পরিচয় পাওয়া যায় নি।লাশের শনাক্ত করা চেষ্টা চলছে । এবং লাশটি আগামীকাল ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Ekattor Sangbad একাত্তর সংবাদ