ভাঙ্গায় পৌরসভার গতরাতে শিহাব মাষ্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি )
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পৌরসভা এলাকার ৬ নং ওয়ার্ডে ( পূর্ব সদরদী) বাস্তোখোলা শিহাব এ বাড়িতে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে।৭ অক্টোবর সোমবার দিবাগত রাত সাড়ে ১ টার দিকে উপজেলার পৌরসভা( পূর্ব সদরদী) বাস্তোখোলা গ্রামে শিহাব মাস্টার বাড়িতে ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে ডাকাতি করে। এ সময় ডাকাতরা ৫ ভরি স্বর্ণ ৭৫ হাজার টাকার ও দুইটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
জানা যায়, বাস্তোখোলা। গ্রামের সেকেন্দার আলী ফকির এ ছেলে মাস্টার শিহাব ফকির এর বাড়িতে সোমবার দিবাগত গভীরাত সাড়ে ১ টার দিকে ৫-৭ জনের একটি মুখে মুখোশ পড়ার দুর্ধর্ষ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে রাতে ঘরে প্রবেশ করে।সকলকে রুমের মধ্যে জিম্মি করে ৫ ভরি স্বর্ণ, ৭৫ হাজার টাকার নিয়ে পালিয়ে যায়।
মাস্টার শিহাব ফকির জানান, আমার ও সন্তান আর আমার স্ত্রী ৩ জনে মিলে এক রুম মধ্যে থাকি।ডাকাতদলের সদস্যরা আমার সামনের দরজা ভেঙে রুমে মধ্যে ঢুকে আমাদের মুখে টর্চ লাইট মারে।আমাদেরকে রুমের মধ্যে হাত-পা বেঁধে জিম্মি করে বলে তোদের স্বর্ণলতা না দিলে তোদেরকে মেরে ফেলবো।এর পর আমার স্ত্রীর পরে তারা ডাকাতদল আলমারির চাবি চাইলে তাদেরকে দেই ।ঘরে আলমারি সব জায়গা তল্লাশি করে ডাকাতি করে ৭৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। আটকে রেখে তারা চলে গেলে আমি ঘরের মধ্যে থেকে এক পর্যায় রুমের মধ্যে থেকে বের হলে চিৎকার দিলে আশ পাশে গ্রামবাসী এগিয়ে এলে ডাকাত দল সদস্যরা ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়।
ভাঙ্গা অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, জানান, একটি লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমাদের একটি পুলিশের টিম ঘটনাস্থলে গেছে। তদন্তের সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।