ভাঙ্গায় স্কাউট দিক্ষা ওসংবর্ধনা অনুষ্ঠান
মোঃ মজিবর মুন্সী। (ফরিদপুর ভাঙ্গা প্রতিনিধি)
২১।১০।২০২৪,
ভাঙ্গায় নবাগত স্কাউট গার্লইন গাইডদের দীক্ষা ও প্রেসিডেন্টস এ্যাওয়ার্ড অর্জনকারী
স্কাউটগার্ল লাইনস্কাউট এবং সংশ্লিষ্ট ইউনিটলিডার এর উপলক্ষে দীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ব্রাক্ষনকান্দা আব্দুল শরীফ একাডেমী স্কাউটগ্রুপের আয়োজনের এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা। বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ এনামুলকবিরের সভাপতিত্তে স্কাউট লিডার এল ডিও স্কাউট লিডার এম এস শাহিদুর রহমান বাবুর সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালালউদ্দিন
ভাঙ্গা সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃহায়দার হোসেন আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাব এর সভাপতি সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক একাত্তর সংবাদ এর সম্পাদক মোঃ মজিবর মুন্সী, এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি সাংবাদিক রমজান সিকদার সহ সাংবাদিক ছরোয়ার হোসেন, সাংবাদিক সাহাদাত হোসেন প্রমুখ। সমাপনি বক্তব্যে প্রধান অতিথি বলেন,লেখাপড়ার পাশাপাশি সাড়া দিয়ে দেস ও জাতি গঠনে এবং সর্বপরি একজন সু নাগরিক হিশাবে নিজেকে গড়ে তুলতে সহায়তা করে।তিনি বলেন আমরা শিক্ষার্থীরা স্কাউটিংয়ের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখবো।