Breaking News

ফরিদপুরের ভাঙ্গায় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা।

ফরিদপুরের ভাঙ্গায় নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে ভাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা।

 

ফরিদপুরের ভাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে উপজেলা সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় নির্বাহী কর্মকর্তা মাদক,অনিয়ম,অসংগতি,চলমান ঘটনাসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় বক্তব্য দেন সাপ্তাহিক ভাঙ্গার আলোর সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস , সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠের সম্পাদক মজিবর মুন্সী, সাংবাদিক আব্দুল মান্নান,ওবায়দুল আলম সম্রাট,রমজান শিকদার,এ,টি,এম ফরহাদ নান্নু,জাকির মুন্সি, মুন্সি মনিরুজ্জামান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় সাংবাদিকরা ভাঙ্গার চলমান সমস্যা বিশেষ করে পরিবহন নৈরাজ্য, ইভটিজিং, মাদক, সহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, যে কোনো সমস্যা তাৎক্ষণিক সমাধানে আমি বিশ্বাসী।তিনি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সহ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

 

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। ভাঙ্গা উপজেলা একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে এখান থেকে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

 

তাং১১.১১.২৪

 

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *