Breaking News

ভাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক উদ্ধার মামলা সহ৬ জন আসামী আটক

ভাঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক ও মাদক উদ্ধার মামলা সহ৬ জন আসামী আটক

মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় ২৩ নভেম্বর শনিবার দিনে রাতে পুলিশে একটি টিম ইউনিয়ন পর্যায় এলাকা অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রেফতারি অভিযান ও মাদক উদ্ধার মামলা সহ পলাতক থাকার সিআর ওয়ারেন্ট ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী মামলা ৬ জন কে আটক করেছে পুলিশ। আটককৃতদের রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

ও জিআর ওয়ারেন্ট ও মাদক উদ্ধার মামলা সহ আটককৃতরা হলেন,,ভাঙ্গা থানার মামলা নং-১৩(১১)২৪ এর তদন্তে সন্ধিগ্ধ,মোঃ এমারত মুন্সী(৫৫),
চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা, গ্রামে সাবেক সিনিয়র সহ সভাপতি আওয়ামীলীগে, -মৃত মোতালেব মুন্সী এর পুত্র।এবং ভাঙ্গা থানার মামলা নং- ০৪(০৯)২৪ এর তদন্তে সন্ধীগ্ধ আসামী ১।মোঃ নজর আলী মোল্লা(৪৫), ২। মামুন শিকদার(৩৫), পিতা- মৃত মজিবুর শিকদার, সাং- ইশ্বরদী, ইউপি- আজিমনগর, ,থানা- ভাংগা, এবং ভাংগা থানার জিডি নং-১০৯৪, তারিখ-২৪/১১/২৪ ইং মুলে ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় আসামী ১। আল আমিন তালুকদার(২৫), পিতা- বজলু তালুকদার, সাং- গজারিয়া, থানা- ভাংগা, ও জিআর ওয়ারেন্ট নং-৩৩২/২৩ মূলে আসামী ১। সানি রহমান, পিতা- শেখ আলী মাতুব্বর, সাং- দোপপাশা, থানা- ভাংগা, ও জিআর ওয়ারেন্ট নং-৭৭৩/২৩ মুলে আসামী ১। মোঃ হাচান(৩৪), পিতা- মোঃ রফিক, সাং- জান্দী,কে আটক করে এদের কে পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান জানায়, শনিবার রাতভর পুলিশ বিভিন্ন ইউনিয়নে রাতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার মামলা সহ বিভিন্ন মামলার সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামী সহ অপরাধীদের আটক করা হয়েছে।এবং আটককৃতদের রবিবার সকালে ফরিদপুরে বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরন করা হয়েছে।

Check Also

ভাঙ্গায় পৃথক দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ

ভাঙ্গায় পৃথক দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ   ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিক্রির করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *