শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ই ডিসেম্বর,
দৈনিক ৭১ সংবাদ স্টাফ রিপোর্টার ।
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করেছেন। সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাহেব, প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ভাঙ্গায় নব যোগদান কৃত ভাঙ্গা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমান, আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, আরো বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার জামাত ইসলামের আমির সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসেন এবং বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক এটিএম ফরহাদ নান্নু, সাংবাদিক গোলাম কিবরিয়া বিশ্বাস, বক্তব্য রাখেন পৌর বিএনপির জনাব মিজানুর রহমান পান্না, বক্তব্য রাখেন বিএনপি নেতা বিশিষ্ট সাংবাদিক মুন্সী মিজানুর রহমান সহ ছাত্রনেতা ওসমান গনি, আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ এবং বিভিন্ন অফিসের দাপ্তরিক প্রধান গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার এসিল্যান্ড ভূমি এবং ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক ও দৈনিক ৭১ সংবাদ অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ মুজিবর মুন্সী, প্রস্তুতি সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী 16 ডিসেম্বর ২৪ উদযাপন সুন্দর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে এবং ভাঙ্গা উপজেলা চত্বরে বিজয় মেলা অনুষ্ঠিত হবে উপলক্ষে দল-মত নির্বিশেষে অনুষ্ঠান সাফল্য করার জন্য সকলের প্রতি আহ্বান করেছেন ভাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার সাহেব। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাহেব বলেন বিজয় দিবসের অনুষ্ঠান সুন্দর করার লক্ষ্যে ভাঙ্গার আইন-শৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবেন, সবার শেষে সকলের উদ্দেশ্যে সভার সভাপতি সকলকে দলমত নির্বিশেষে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ও সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।