ভাঙ্গায় মোটরসাইকেল -ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত
(ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ইমন খালাসী (২২) নামক এক যুবক ঘটনাস্থলেই মারা গেছে। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী মহল্লার ঝন্টু খালাসীর ছেলে।এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী রমজান খান তৌকির (২৩) এবং আবুল কাশেম (২১)গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে গুরুতর আহত রমজান খান তৌকির কে অবস্থার অবনতি ঘটায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার ( ৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে,
ফরিদপুরের ভাঙ্গা থেকে একটি মোটরসাইকেল যোগে মাদারীপুর জেলার শিবচরে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক ইমন খালাসী(২২), রমজান খান তৌকির (২৩) এবং আবুল কাশেম (২১)। তারা ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া নামক স্থানের সার্ভিস রোড অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেল চালক ইমন খালাসী ঘটনাস্থলে নিহত হয়। তার সঙ্গে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত রমজান খান তৌকির কে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
০৭/১২/২০২৪