Breaking News

ভাঙ্গায় সরিষা খেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার-৪

ভাঙ্গায় সরিষা খেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার-৪

 

 

মোঃ রিপন শেখ (ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি)

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক গৃহবধূকে জোরপূর্বক সরিষা ক্ষেতে ধরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে ৫ লম্পট।

এ ঘটনায় বুধবার(বারো ফেব্রুয়ারি) ভাংগা থানায় একটি গণধর্ষণের মামলা হয়েছে।

পুলিশ বিষয়টি তদন্তের স্বার্থে বুধবার রাতে নিশ্চিত করেন।

 

ঘটনার সঙ্গে জড়িত চার ধর্ষককে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ধর্ষকরা হলেন- ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের জাহার মাতুব্বরের ছেলে সাইদুল মাতুব্বর(),আইয়ুব আলী মাতুব্বরের ছেলে ফরিদ মাতুব্বর(),মৃত্যু পাচু মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর() ও পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া গ্রামের ইলু খানের ছেলে নাসির খান()। আরেকজনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

মামলা সূত্রে জানা যায়, গত তিরিশ জানুয়ারি সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ তিনি তার গ্রামের বাড়ি ভাবড়াসুর মুকসুদপুর থেকে ভাঙ্গা উপজেলার আউয়াকান্দি এলাকায় যেতে ইজি বাইকে রওনা দেয়, সন্ধ্যা গড়িয়ে গেলে ইজি বাইক থেকে নামা মাত্র ৪-৫ জন বখাটে যুবক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে স্থানীয় একটি সরিষা ক্ষেতে রাতভর পালাক্রমে ধর্ষণ করে এবং ভোররাতে তাকে ফেলে পালিয়ে যায়। একত্তিশ জানুয়ারি, ওই গৃহবধূ তার স্বামী বাড়ি মাদারীপুর জেলার শিবচরে চলে যায়। সেখান থেকে ১লা ফেব্রুয়ারি তার ফুফু বাড়ি আড়ুয়াকান্দি এলাকায় যায়। ফুফু বাড়ি গিয়ে বিষয়টি তার ফুফুকে অবগতি করেন। এরপর তার স্বামীর নিকট বিষয়টি খুলে বলেন। পরে গৃহবধূ আজ বুধবার (বারোর ফেব্রুয়ারি) ভাংগা থানায় একটি গণধর্ষণের অভিযোগ ভাংগা থানায় দায়ের করেন।

এরপর পুলিশ সারাদিন অভিযান চালিয়ে এলাকা থেকে লম্পট চার জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *