Breaking News

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের ‌ভাঙ্গায়  মিম আক্তার (১৮) নামক এক গৃহবধুর  ঝুলন্ত লাশ  উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২১ জুলাই) সকাল সোয়া ৯ টার দিকে তার মৃতদেহ ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের সৌদি প্রবাসী হৃদয় গাজীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়,  রবিবার ‌রাত সাড়ে দশটার দিকে  রাতের খাবার খেয়ে প্রতিবেশী ননদের মেয়ে আনিসাকে নিয়ে নিজ কক্ষে  ঘুমিয়ে পড়েন গৃহবধূ মিম আক্তার ।  সোমবার   ভোরে  তার সঙ্গে থাকা  আনিসা

ঘুম থেকে জেগে উঠে তার মামীকে  ঘরের পূর্ব পাশের বারান্দায়  আড়ার সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে  ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার  চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিম আক্তার এর সাথে দেড় বছর পূর্বে সৌদি প্রবাসী হৃদয় গাজীর মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ হয়। এরপর  সে দেশে আসেনি।তার শ্বশুর ঢাকায় থাকেন। অন্যদিকে তার শাশুড়ি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ঢাকায়  যান। এ সময় বাড়িতে তাদের পরিবারের কেউ ছিলনা।

ভাংগা থানার উপ-পরিদর্শক মোঃ আজাদুজ্জামান জানান, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রাম থেকে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *