Breaking News

দু’পা হারানো আয়নালের পাশে দাঁড়ালো সেবামূলক প্রতিষ্ঠান আয়াতুন নেসা ফাউন্ডেশন

 

দু’পা হারানো আয়নালের পাশে দাঁড়ালো সেবামূলক প্রতিষ্ঠান আয়াতুন নেসা ফাউন্ডেশন

 

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি:

২৫-০৭-২০২৫

 

দীর্ঘদিন কুয়েত প্রবাসী ছিলেন আয়নাল শেখ (৫০)। গত ২০১৯ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর দেশে ফিরেই সেলুলাইটিস রোগে আক্রান্ত হয়ে দু’পাঁ হারান তিনি। এরপর থেকেই পঙ্গুত্ব জীবন নিয়েই তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে লড়াই করছেন জীবন যুদ্ধে। সেই জীবনের সুখ-দুঃখের একমাত্র সঙ্গী তার স্ত্রী। তাকে নিয়ে বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়েছেন। এ থেকে যা আয় হয় তা দিয়েই কোন মতে সংসার চলে তাদের। তবে সরকারি কোন সুযোগ-সুবিধা আজও ভাগ্যে জুটেনি

বলেও জানায় পরিবারটি।

 

আয়নাল শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ গ্রামের মৃত মোমিন শেখের ছেলে। তবে আয়নালের দূর্বিষহ জীবন যুদ্ধের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছেন ‘আয়াতুন নেসা ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। শুক্রবার (২৫ জুলাই) সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়নাল শেখের মুদিদোকানের মুদি-মালামাল ও তার ঔষধের জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান একদল সেচ্ছাসেবক।

 

আয়নালের স্ত্রী মোমেনা বেগম জানান, প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকার ওষুধ কিনতে হয় তার স্বামীর জন্য। কিন্তু সেই ওষুধের টাকা এবং সংসারের খরচ চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাঁর। এতে স্বামী ও তিন সন্তান নিয়ে মানবেতর দীনযাপন করছেন তারা। তবে ‘আয়তুন নেসা ফাউন্ডেশনের’ পক্ষ থেকে মানবিক সহায়তা পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

আয়াতুন নেসা ফাউন্ডেশনের ফরিদপুর অঞ্চলের পরিচালক, মো: মুফতী মোস্তফা কামাল জানান, আয়াতুন নেসা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী সাকিব হাসান হায়দারের নিজস্ব অর্থায়নে এ ফাউন্ডেশনের কার্যক্রম চালান হয়। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানবিক সহায়তা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

 

 

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *