Breaking News

ভাঙ্গায় ১৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক 

ভাঙ্গায় ১৪ কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক

 

মোঃ রিপন শেখ (ভাংগা ফরিদপুর প্রতিনিধি )

 

ফরিদপুরের ভাংগা উপজেলায় ১৪ কেজি গাঁজা সহ এক মাদক  কারবারি কে আটক করেছে ফরিদপুর জেলা  র‍্যাব ৮ এর সদস্য।

শুক্রবার সকাল ১১ টার দিকে তাদের আটক করা হয়েছে।

 

আটককৃত হলেন,নড়াইল জেলার কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা  মোস্তাফার মোল্লার ছেলে

মোঃ রমজান মোল্লা( ২৮) নামক আটক হয়।

 

সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ১১টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বগাইল টোলপ্লাজার সড়কের একটি পরিবহন বাস থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে (শুক্রবার ৮ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় এ বিষয় একটি মামলা হয়েছে।

 

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন ঘটনাটি সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১টার দিকে ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজায় একটি পরিবহন বাসে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা পাওয়া যায়।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *