Breaking News

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ভাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

 

(ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি)

০৯/০৮/২০২৫

 

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দূর্ণীতির বিরুদ্ধে আপোষহীন ছিলেন সমকাল’র ফরিদপুর ব্যুরো প্রধান নির্ভীক সাংবাদিক গৌতম দাস। সত্য প্রকাশে জীবন দিতে হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনীর মত তুহিনকেও। সারাবাংলাদেশে সাংবাদিকতা পেশা আজ অভিশপ্ত পেশায় পরিণত হয়েছে। তাই সরকারকে পেশাদার সাংবাদিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামীতে সাংবাদিক পক্ষ থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

বক্তারা আরও বলেন, তুহিন সহ সারাদেশে যে সকল সাংবাদিকদের উপর নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি সহ নিহত সাংবাদিকদের হত্যাকান্ডের বিচার দ্রুত আইনে বিচারের আওতায় আনতে হবে।

 

যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের ভাঙ্গা প্রতিনিধি হাজী আব্দুল মান্নান  ও দৈনিক প্রলয়ের সাংবাদিক ওহিদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সি ( সভাপতি ভাঙ্গা প্রেসক্লাব), নয়া দিগন্তের প্রতিনিধি এটিএম ফরহাদ নান্নু, সমকাল’র প্রতিনিধি সাইফুল ইসলাম শাকিল, মাইটিভির সরোয়ার হোসেন, প্রতিদিন কাগজের প্রতিনিধি জাকির মুন্সী, প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহিদুল ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আশরাফ শেখ প্রমুখ।

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে ও জবাই করে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে দুর্বৃত্তরা।

 

 

 

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *