ভাঙ্গায় দক্ষ নলকূপ মিস্ত্রী নিয়োগ ও পানি পরীক্ষা করণ বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত
ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি:
০৪/০৯/২০২৫
ফরিদপুরের ভাংগায় আর্সেনিক মুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের লক্ষে নলকূপ মিস্ত্রিদের প্রশিক্ষণ কর্মশালা, দক্ষ নলকূপ মিস্ত্রী দ্বারা নলকূপ স্থাপন ও পানি পরীক্ষাকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ভাঙ্গা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিসালাত রফিক, সহকারী প্রকৌশলী মো: আমজাদ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় নলকূপ মিস্ত্রীদের দক্ষ করে গড়ে তোলার জন্য বিশেষ পরামর্শ দেওয়া দেন বক্তারা। এছাড়াও মানুষের মধ্যে আর্সেনিক সম্পর্কে ধারণা, দক্ষ মিস্ত্রি দ্বারা নলকূপ স্থাপন, প্রতিকূল পরিবেশে পানি ব্যবহারে পারস্পরিক সহযোগিতার মত বিষয়গুলো প্রাধান্য দিয়ে বিশেষ আলোচনা ও পরামর্শ দেন বক্তারা।
এর আগে প্রশিক্ষণ কর্মশালার মডারেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওবি-ইউনিসেফ প্রকল্পের প্রজেক্ট সিনিয়র হাইড্রোজিওলজিস্ট আনিসুর রহমান রানার নেতৃত্বে দুইদিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন নলকূপ মিস্ত্রিকে দক্ষ প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানটি উপজেলা ইপিআরসির ডকুমেন্টেশন এন্ড মনিটরিং অফিসার পঙ্কজ ঢালীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মো: আব্দুল আলীম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্রাথমিক বিদ্যালয় ও হাই স্কুল শিক্ষক, ইমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কাজে জড়িত বিভিন্ন পেশাজীবিরা।

ছবিতে: প্রশিক্ষণে অংশ নেন ৩০ জন নলকূপ মিস্ত্রী ও অনুষ্ঠানের আয়োজকেরা

Ekattor Sangbad একাত্তর সংবাদ