Breaking News

ভাঙ্গায় দফায় দফায় এক্সপ্রেসওয়ে অবরোধ! গাড়ী ভাংচুর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত- ৩০

ভাঙ্গায় দফায় দফায় এক্সপ্রেসওয়ে অবরোধ! গাড়ী ভাংচুর ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত- ৩০

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ-

 

ফরিদপুর-৪ আসনের সিমানা পরিবর্তনের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ফের দফায় দফায় সড়ক অবরোধ করেছে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা অবরোধে দক্ষিণ বঙ্গের ২১ টি জেলার সাথে ঢাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ ও ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাস স্টান্ড এলাকায় সাড়ে ৪ ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ¦ালিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মিছিল, একটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও বাসে ভাংচুর চালায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে পৌরসদরের হাসামদিয়া এলাকার সাথে আলগী ইউনিয়নের কিছু অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ভর্তি রয়েছেন। গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়। বাকীরা স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

 

আহতরা হলেন- আলগী ইউনিয়নের বাসিন্দা নাজমুল (১৬), কালা মিয়া (২৬), সাব্বির হোসেন (২০), সুজন মাতুব্বর (৩২) ও পূর্ব হাসামদিয়ার রিফাত মাতুব্বর (৫৭), তারেক (১৯), রকমত মাতুব্বর (৫০)। গুরুতর আহত কাপুড়িয়া সদরদীর শেখ হৃদয় (২৪) ও ভাঙ্গা বাজারের ব্যবসায়ী মনজ কুমার দাশ (৪৫) কে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।

এর আগে সকাল ৮ টা থেকে বেলা পৌনে ১ টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা। এতে প্রায় ৪ ঘন্টাব্যাপী দক্ষিণ বঙ্গের ১৬ টি জেলার প্রবেশপথ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে, ইউএনও মিজানুর রহমান, লোকাল ও হাইওয়ে থানার দুই ওসি ঘটনাস্থলে থাকা অবরোধ কারীদের দাবী পূরণের আশ^াস দিলে সড়ক অবরোধ থেকে সরে দাঁড়ায় অবরোধকারীরা।

 

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান- গতকাল বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে, ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নির্বাহী গঠিত ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। ইসির এ সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এরপর তারা এই সড়ক অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সকাল থেকে পুকুরিয়া, সুয়াদি ও মুনসুরাবাদে মহাসড়কের উপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজার হাজার মানুষ। তারা ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন কেটে নেয়ার পরিবর্তে ভাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর-৫ আসন পুনপ্রবর্তনের দাবি জানিয়েছেন। প্রতিবাদে অংশ নেওয়া রবিন, সুজন, সোহেলসহ স্থানীয়রা জানান, আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা-মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এ ঘটনা আমরা কোন ভাবেই মানবো না। যেহেতু, ইউএনও মহোদয় আগামী ৩ দিনের সময় নিয়েছেন তাই আজ আমাদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি সাময়িক স্থগিত করেছি। আমাদের দাবি পূনরায় আমাদের গ্রাম ভাঙ্গা উপজেলার মধ্যে ফিরিয়ে দেয়া হোক। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

 

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিষয়টি নিয়ে কয়েকদিন যাবত ভাঙ্গা উপজেলার বাসিন্দাদের মধ্যে আলোচনা চলছে। আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নের মানুষের দাবি পূরণের শর্তে আগামী তিনদিন সময় নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিশেষ আলোচনা করে একটি পজিটিভ সমাধান করা হবে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানায়, দিনব্যাপী কয়েক দফায় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এতে, সড়কে যানবাহন আটকে পড়লে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরবর্তীতে সন্ধ্যার পর যান চলাচল স্বাভাবিক হয়।

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল জানান, আমদের ভাঙ্গা উপজেলা থেকে দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করা হয়েছে। যা কখোনই আমরা মেনে নেবো না। এর বিরুদ্ধে ভাঙ্গার আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়েছেন। আমাদের বক্তব্য স্পষ্ট আলগী ও হামিরদী ইউনিয়নকে আমাদের ফিরিয়ে দিতে হবে।

 

উল্লেখ্য, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। এর মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়ন ভাঙ্গা পৌরসভার সীমানা ঘেঁষে। অতিতে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসন ছিল। এরপর, ২০০৮ সাল থেকে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা মিলে ফরিদপুর-৪ আসনে একীভূত হয়।

 

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *