Breaking News

ভাঙ্গায় সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

  • ভাঙ্গায় সড়কের দুই পাশে সৌন্দর্য বর্ধক গাছের চারা রোপন করলেন উপজেলা নির্বাহী অফিসার।

 

  • ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর সড়কের সৌন্দর্য বর্ধক গাছের চার রোপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বৃহস্পতিবার ২০ শে নভেম্বর দুপুর দুইটার দিকে দুই পাশে ৮২০টি জারুল গাছের চারা রোপনের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মানিকদহ ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনগণ ও ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ মজিবর মুন্সী, দৈনিক সমকালের ভাঙ্গা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিলসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। এ সময় ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সড়কের দুই পাশে এসব সৌন্দর্য বর্ধক গাছ রোপন করলে যেমন পরিবেশ সুন্দর হবে তেমনি ভবিষ্যতে এলাকাবাসীর ছায়া ও পরিচ্ছন্ন পরিবেশের সুবিধা ভোগ করবে। তিনি আরো বলেন ভাঙ্গাতে বিনোদনের কোন জায়গা নেই, রাস্তার দুই পাশ দিয়ে সারিবদ্ধ ভাবে গাছ লাগালে প্রতিদিন বিকেল বেলা বিভিন্ন এলাকা থেকে লোক ঘুরতে আসবে। একটা মনোরম পরিবেশের সৃষ্টি হবে। প্রয়োজন বোধে বসার জায়গা করে দেয়া হবে।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় কারাদণ্ড

ফরিদপুরের ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করায় রাসেল মিয়া (৩০) নামক এক যুবককে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *