ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড এবং ঢাকা-খুলনা মহসড়কের ঝাটুকদিয়া নামক স্থাানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১শিশু সহ ২ জন নিহত হয়েছে। নিহত ব্যাক্তি উপজেলার পৌরসদরের কাপুড়িয়া সদরদী গ্রামের যুবক জিলানী এবং ৬ বছরের এক শিশু। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে অপর ১ যুবক এবং ৩ নারী। ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হামিদ উদ্দিন আহমেদ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা এসপি পরিবহনের একটি বাস চালু রেখে চালক বাইরে যান। এ সময় হঠাৎ গাড়িটি চলতে শুরু করে। মুহুর্তেই পাশে দাড়িয়ে থাকা ২ যুবকের উপর বাসটি উঠে যায় । দ্রুত তাদের উদ্বার করে প্রথমে ভাঙ্গা স্বাস্থ্যা কমপ্লেক্স এবং পরে ফরিদপুর নেওয়ার পথে জিলানী মারা যান।
অপর দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঝাটুকদিয়া নামক স্থাানে একটি বাস ২ জনকে চাপা দেয়। এতে ১ শিশু নিহত হয় এবং আহত হয় ২ মহিলা।