Breaking News

১০/০৭/২২আজ পবিত্র ঈদুলআজহা সকাল ৮টায় ভাঙ্গা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে

আজ পবিত্র ঈদুলআজহা সকাল ৮টায় ভাঙ্গা ঐতিহাসিক ঈদগাহ ময়দানে ঈদের নামাজে ভাঙ্গা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার মুসল্লি নামাজে অংশ গ্রহন করেন। প্রথম জামাত শুরু সকাল ৮টা এবং দ্বিতিয় জামাত প্রথম জামাতে পরেই শুরু হয়।

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য জনাব মুজিবুর রহমানচৌধুর প্রথম জামাতে অংশ গ্রহন করেন ।

নামাজ শেষে দেশ ও জাতির বিষেশ মোনাজাতে দোয়া করা হয় এবং দোয়ার পরে খুতবা পাট করেন ভাঙ্গা  ঈদগাহ জামে মসজিদের খতিব মুফতি গোলাম কবির সাহেব।

Check Also

ভাঙ্গায়  এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই

ভাঙ্গায়  এক পরিবারের সর্বস্ব আগুনে পুড়ে ছাই     ফরিদপুরেের ভাঙ্গা  উপজেলা আলগী ইউনিয়নের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *