Breaking News

ভাঙ্গায় নারীর ক্ষমতায়ন বিষয়ক কর্মশালা

তাং৩০.০৯.২২

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় empowering women,s to ecos ensured good governance (wee) উই প্রকল্পের আওতায়  নারীর ক্ষমতায়ন ও অধিকার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ড. কাজী আবু ইউসুফ স্টেডিয়াম সভাকক্ষে  ইউরোপিয়ান ইউনিয়ন, ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং উলাসী সৃজনী সংঘ ও বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে  নারীর ক্ষমতায়নে কর্মশালায় করনীয় ও আনিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।এতে উই (wee)প্রকল্পের দলনেত্রী,সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহন করে।  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন রুবেল।  উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ আজিম উদ্দিনের সঞ্চালনায় উপজেলা সমন্বয়কারী মোঃ মোকলেছুর রহমানের সার্বিক তত্তাবধানে এ সময়  উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম,  সমাজসেবা কর্মকর্তা মোঃ মমিন উদ্দিন, মহিলা  বিষয়ক অফিসার ইলা রানী কুন্ড, পল্লী উন্নয়ন অফিসার সজল শাখারী,  উপজেলা সমবায় অফিসার আব্দুস সোবাহান, ইউপি চেয়ারম্যান আঃ খালেক মোল্লা, তথ্যআপা প্রকল্প, উপসহকারী কৃষি কর্মকর্তা,  উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান, সংবাদকর্মী, নারী উদ্যোক্তা,,  সহ আরো অনেকে। উল্লেখ্য অনুষ্ঠানের কর্মশালায় নারীর ক্ষমতায়নে নানাদিক তুলে ধরে তা বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *