Breaking News

ফরিদপুরের ভাঙ্গায় ১৮০০শত ইয়াবা সহ এক মহিলা সহ তিনজন আটক।

 

 

ফরিদপুরের ভাঙ্গায় ১৮০০শত ইয়াবা সহ এক মহিলা সহ তিনজনকে আটক করা হয়েছে।

(ভাঙ্গারকন্ঠ প্রতিবেদক) বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।এই দম্পতি কক্সবাজার থেকে মাদকের হোম ডেলিভারি দিতে এসেছিল। আটকরা হলেন কক্সবাজার রামু থানারপূর্ব নোনা ছড়ি এলাকার বাদশা মিয়ার ছেলে ওমর ফারুক (২৫)তার স্ত্রী মরিয়মআক্তার (24)ও ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গার পাড় গ্রামের নান্নুসিকদারের ছেলে হাবিব সিকদার (29)ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক সামিম হোসেনজানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফরিদপুর মাদক দ্রব্য অধিদপ্তর ও ভাঙ্গা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ঐ বাড়ির ভাড়াটিয়া হাবিবের ঘর তল্লাসি করে ১৮০০শ পিচ ইয়াবা জব্দ করা হয়। প্রাথমিক প্রাথমিক ভাবে হাবিব শেক জানান কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যা করা ইয়াবাসিলে এই দম্পত্তি তাদের পেটের মধ্যে বহন করে পরে মলত্যাগের মাধ্যমে ইয়াবা পেট থেকে বের করা হয় এবং পরে ইয়াবাগুলো আবার প্যাক করে হোম ডেলিভারি দেওয়া হয়। উপজেলা নির্বাহি অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিষ্টেড আজিমউদ্দিন রুবেল জানান ভাঙ্গায় মাদকবিরোধি টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৮০০শ পিচইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরোদ্ধে ভাঙ্গা থানায় নিয়মিত মামলার প্রস্ততি চলছে।

 

ভাঙ্গারকন্ঠ প্রতিবেদক

মোঃ মামুন মুন্সী

(বার্তা সম্পাদক)

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *