Breaking News

ভাঙ্গাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে -মোঃ কামরুল আহসান তালুকদার।

মাসুম আল ইসলাম, ভাঙ্গার কন্ঠঃ-
ভাঙ্গাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলা হবে। আগামী ১০ বছর পর ভাঙ্গা কোথায় যাবে তা, এখনো চিন্তা করতে পারবেন না। এখানে ইকোনমিক জোন হবে, এখানে পর্যটন নগরী হবে, বঙ্গবন্ধু মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে, সারাবিশ্বের বিনিয়োগ এখন ফরিদপুরের দিকে তাকিয়ে রয়েছে। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের কেউ ফেল করবে না, সবাই যেন এপ্লাস পায় এদিকে শিক্ষকদের খেয়াল রাখতে হবে, বিদ্যালয় চলাকালীন কোন শিক্ষক- শিক্ষার্থী বাহিরে ঘোড়া- ফেরা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে ভাঙ্গা উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ স্থানীয় জনগণের সাথে সদ্য যোগদানকৃত ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান। এর আগে প্রধান অতিথিকে গার্ড অব অনার, লালগালিচা সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *