১৩ই মার্চ ভাঙ্গা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে,। সভায় মাদক,সন্ত্রাস,জুয়া, বাল্যবিবাহ, ও পৌর সভার ভাঙ্গা বাজারের যানজোট নিরোশন,পরিবেশ দূষিত নিরোসন , এবং রমজান মাসে দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বত্তব্য রাখেন ভাঙ্গা উপজেলার চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, সহকারি কমিশার (ভুমি) ভাঙ্গা ফরিদপুর, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম, মৎস অফিসার ভাঙ্গা,পৌর সভার প্যানেল মেয়র আয়ুব আলি, আবু জাফর মুন্সী সাধারন সম্পাদক ভাঙ্গা বাজার বনিক সমিতি, মোঃমজিবর মুন্সী, সম্পাদক সাপ্তাহিক ভাঙ্গাকন্ঠ পত্রিকা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সরকারি কে,এম,কলেজের প্রভাষক এ,বি এম, মিজানুর রহমান।সভায় সভাপত্তিত করেন জনাব আজিমউদ্দিন, উপজেলা নির্বাহীঅফিসার।
Ekattor Sangbad একাত্তর সংবাদ