Breaking News

ভূমিহীনও গৃহহীন পূর্নবাসনের নিমিত্তে ৪র্থ পর্যায়ে উপকার ভোগীদের অনুকুলে গৃহ হস্তান্তর সংন্ত্রান্ত্রর প্রেস ব্রিফিং এ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রসাশনের আয়োজন

ভূমিহীনও গৃহহীন পূর্নবাসনের নিমিত্তে ৪র্থ পর্যায়ে উপকার ভোগীদের অনুকুলে গৃহ হস্তান্তর সংন্ত্রান্ত্রর প্রেস ব্রিফিং এ ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রসাশনের আয়োজনে , বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা ‘মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ ২০মার্চ প্রেস ব্রিফিং অনূষ্ঠান বক্তব্য রাখেন জনাব,এস,এম,হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান, ভাঙ্গা ফরিদপুর, ভাইস চেয়ারম্যান,মওলানা ইচাহাক মোল্যা, সহকারী কমিশনার(ভূমি), ও মোঃ মজিবর মুন্সী সাংবাদিক এবং সম্পাদক সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকা সহ সাংবাদিক হাজী মান্নান(মন্নু) সাংবাদিক এটি,এম,ফরহাদ নান্নু, উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক এর সাংবাদিক রমজান সিকদার, ভাঙ্গা মাই,টি,ভির সাংবাদিক মোঃসরোয়ার হোসেন, দৈনিক মানব জমিন এর সাংবাদিক মুন্সী মনিরুজ্জান এবং ভাঙ্গা প্রেসক্লাব অন্যান্য সাংবাদিক, মুক্তিযোদ্দা ও বিভিন্ন অফিসের দাপ্তরিক প্রধানগন অনুষ্ঠানের সভাপতিত্ত করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিমদ্দিন।

Check Also

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত   মোঃ রিপন শেখ ভাঙ্গা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *