ভাঙ্গায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু।
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ছাদ থেকে পড়ে রনী মন্ডল নামের এক যুবকের মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা গ্রামে। জানা গেছে নিহত রনী মন্ডল উক্ত গ্রামের নুরুল ইসলামের বাড়িতে দিন মজুরের কাজ করছিল।ঘটনার সময় সে ছাদের উপর পিয়াজের দানা সংরক্ষণের কাজ করছিল।হটাৎ সে ছাদ থেকে পা পিছনে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
Ekattor Sangbad একাত্তর সংবাদ