আরিফুর রহমান মাদারীপুর :
আজ মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল দশটায় মাদারীপুর জেলা শহরের পানি ছত্র এলাকায় এ.আর,হাওলাদার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে সি.এস.এস-এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি : জনাব শাজাহান খান, সভাপতি মাদারীপুর প্রেসক্লাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: কাজী গোলাম কুদ্দুস, এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সি.এস.এস মাদারীপুর অঞ্চলের আঞ্চলিক প্রধান মি. মধুসূদন সরকার, এই অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মি. সুরজিৎ মল্লিক এবং সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো: মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের সকল ব্যক্তিবর্গ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক বিভিন্ন ধরনের রোগীকে ফ্রি চিকিৎসা ব্যবস্থা দেয়া হয়।
এসময় ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবাদেন ডাক্তার আঁখি রায় বিপাশা
এম,বি,বি,এস ঢাকা সোনোলজিস্ট ও মাও শিশু রোগে অভিজ্ঞ ।
আরিফুর রহমান মাদারীপুর
১৮/০৪/২৩
