Breaking News

ভাঙ্গায় বর্নাঢ্য আয়োজনে মহান সে দিবস পালিত 

ভাঙ্গায় বর্নাঢ্য আয়োজনে মহান সে দিবস পালিত

 

(ফরিদপুর)প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার (১ মে)বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে বিভিন্ন শ্রমিক নেতা- কর্মীদের নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে । শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক মো শরীফুজ্জামান শরীফ,শ্রমিক নেতা ফাইজুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে পৃথকভাবে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোঃ টিপু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্মান শ্রমিক সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ সাহাদাৎ হোসেন, বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার মামুন, ইঞ্জিনিয়ার মোস্তাক, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সামচু মাতুব্বর, অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন মিয়ান মোঃ আকরাম হোসেন। এ সময় পৌরসভা সহ ১২টি ইউনিয়ন থেকে আগত শত শত নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রমিকরা। এর আগে কুরআন তেলওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আপনারা শ্রমিকেরা সব সময়ে আপনাদের ন্যার্য অধিকার আদায়ের জন্য কাজ করে যাবেন। আমি আপনাদের পাশে থেকে সব সময়ে সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। এছাড়া আপনাদের নির্মাণ শ্রমিক সংগঠনের নামে জায়গা বরাদ্দ দিয়ে আপনাদের অফিস করে দিব। আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। সুস্থতা কামনা করি,ভালো থাকবেন সবাই।

Check Also

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ।

ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসনের আয়োজনে, সম্প্রীতি সমাবেশ। মোঃ মামুন মুন্সী (বাত্রাসম্পাদক) ফরিদপুরের ভাঙ্গায় জনপ্রতিনিধি তাং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *